October 30, 2024, 4:15 pm
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা টানা চারবারের নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির প্রধানকে তালুককানুরপুর ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে আর্থিক দায়িত্ব পাওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসমিন সুলতানা কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন ফিরোজ কবির প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার সাদিকুর রহমান, সংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ হদা,যুবদল নেতা বিপ্লব মৃধা।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) গাইবান্ধা কর্তৃক এ দায়িত্ব অর্পন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য চেয়ারম্যানের অনুপস্থিতিতে ১নং প্যানেল চেয়ারম্যান পরিষদের সকল প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন।