October 30, 2024, 4:13 pm
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১০০ মেট্রিকটন ধান, চাল ও গম চুরির দায়ে প খাদ্য গুদামের প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে তাকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান। এ ব্যাপারে জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রজ্ঞাপন জারির তিন মাসের মধ্যে জিয়াউর রহমানকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় সরকারি পাওনা আদায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।