October 30, 2024, 4:17 pm
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার পদ্মা নদীতে নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর সদরুল হাসানের লাশ উদ্ধার।কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার পদ্মা নদীতে জেলেরা জ্বাল দিয়ে ইলিশ মাছ ধরছে। এই খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ অভিযানে যায়, পরে উল্টো জেলেরা পুলিশ সদস্যদের কে ধাওয়া করে, এর ফলে ২ জন পুলিশ পানিতে পড়ে যায়, বাকি ২ জন নদীর কিনারায় আশ্রয় নেয়। আজ মঙ্গলবার সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল হাসানের মরদেহ উদ্ধার করে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বর্তমানে নিহত ব্যক্তি কুমারখালী থানার উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
অতীতে বগুড়া নন্দীগ্রাম থানায় কর্মরত ছিলেন, সাবেক উপপরিদর্শক (এএসআই) সদরুল হাসান। এখনো এক পুলিশ সদস্য নিখোঁজ আছেন বলে জানা গেছে।