October 24, 2024, 2:19 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ফিরোজ’কে গ্রেফতার গোবিন্দগঞ্জে সিন্ডিকেট করে আলুর দাম বৃদ্ধি, ক্রেতাদের ক্ষোভ, বাজার নিয়ন্ত্রনে ভুতুর্কিতে নায্যমুল্যে সরকারি ভাবে আলু বিক্রির দাবী ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা গোবিন্দগঞ্জ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা রাষ্ট্রনায়ক হিসেবে মুহাম্মদ (সা:) এর অবদান’ শীর্ষক গাইবান্ধায় সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি কর্মী হ*ত্যা মামলায় জয়পুরহাটের আওয়ামী লীগ নেতা ওয়াজেদ গ্রেফতার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একই পরিবারের তিনজনের! দিনাজপুর বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরা এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ইউআরসি শাহিদুল ইসলাম, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রাপ্ত জেলার শ্রেষ্ঠ সভাপতি ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, খোদাদাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। শেষে প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরাকে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিদায় মূহুর্তে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com