October 23, 2024, 3:25 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
দিনাজপুর বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাঘাটায় ১০হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক কারবারি গ্রেফতার বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হলেন ফখরুল ইসলাম কাহালুতে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ কাহালুতে ইট ভাটা মালিকের বাসায় ডাকাতি সংঘটিত নওগাঁয় ১ লাখ ১৪ হাজার কিশোরী পাচ্ছে জরায়ুমুখ ক্যান্সার টিকা বদলির আদেশে পাত্তা দিচ্ছেন না, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা

নওগাঁয় ১ লাখ ১৪ হাজার কিশোরী পাচ্ছে জরায়ুমুখ ক্যান্সার টিকা

মাসুদ রানা নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এ কার্যক্রম চালানো হবে। ২৪ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।গত বুধবার বিকেলে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা আশিষ কুমার সরকার, ডিস্ট্রিক্ট সার্ভিইল্যান্স কর্মকর্তা জয়িতা সাহা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১১ উপজেলার ১ লাখ ১৪ হাজার ৮০৪ জন কিশোরী বিনা মূল্যে এই টিকা পাবে। ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি অথবা ১০ বছর থেকে ১৫ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে।

তবে এই টিকা নেওয়ার জন্য আওতাভুক্ত কিশোরীদের https://vaxepi.gov.bd/registration ওয়েবসাইটে গিয়ে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। তবে যাদের অনলাইন জন্মনিবন্ধন সনদ নেই, তাদেরও বিশেষভাবে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে।
নজরুল ইসলাম বলেন, দেশে প্রতিবছর জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত প্রায় ৫ হাজার নারী মারা যান। আর প্রতিবছর লাখে ১১ জন নারী এ ক্যানসারে আক্রান্ত হন। দেশে নারীরা যত ধরনের ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জরায়ুমুখ ক্যানসার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com