October 22, 2024, 11:45 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত গাবতলীতে ব্যাট খেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন। নওগাঁয় আস্তান মোল্লা কলেজের শিক্ষকদের সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের নুন্দহপাড়ায় গ্রামীন পাকা রাস্তা ভেঙ্গে চলাচলে দুর্ভোগ। গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন, ফিরোজ কবির প্রধান

বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বগুড়া সোনাতলার হত্যা মামলার আসামি শিপন মিয়া গ্রেফতার।

গত ০৮/০৯/২৪ ইং আনুমানিক বিকেল ৫ টায় বগুড়া সোনাতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামস্থ অবদার বাধ চারমাথা সংলগ্ন জনৈক গোলজার আকন্দ এর চায়ের দোকানের সামনে বসে বাদীর ছেলে ভিকটিম মোঃ তুহিন বাদশা (৩০), চা খাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড, সাইকেল এর ধারালো ক্রাং,ধারালো ছুরি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে অতর্কিত আক্রমণ করে। ভিকটিম কোন কিছু বুঝে উঠার আগেই আসামীরা হত্যার উদ্দেশ্যে মাথায় উপর্যুপরি আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম, বাম হাতের হাড় ভাঙ্গা, গুরুতর জখম এবং শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জখম করে ও ভিকটিমের পরিহিত শার্টের পকেটে থাকা নগদ ১৫,৫০০/- টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং ভর্তিপরবর্তী কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ফাঁকা না থাকায় মহাখালী মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে আইসিইউতে ভর্তি করে সেখান থেকে পূনরায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি করা হয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৮/০৯/২৪ ইং দুপুরে ভিকটিম মৃত্যুবরণ করেন। ঘটনার প্রেক্ষিতে গত ১৫/০৯/২৪ ইং তারিখ সোনাতলা থানায় মামলা নং-০৪, তারিখ-১৫/০৯/২৪ ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ সংযুক্ত ৩০২ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-৭, চট্টগ্রামের নেতৃত্বে এবং র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহায়তায় একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ছোট কুমিরা এলাকা অভিযান পরিচালনা করে উক্ত মামলার ১নং এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী মূলহোতা মোঃ শিপন মিয়া (৪০), পিতা-মোঃ ইছার ফকির, গ্রাম-বালিয়াডাঙ্গা, থানা-সোনাতলা, ১টি মোবাইল, ৩টি সীম সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনাতলা থানা, বগুড়া এর নিকট সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com