October 18, 2024, 6:24 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের রাউজান থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সোনাতলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সোনাতলায় তুহিন বাদশা হত্যা মামলায় অভিযুক্ত আসামীরা একমাসেও গ্রেফতার হয়নি সান্তাহারে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার। গোবিন্দগঞ্জে অটো রিক্সার ব্যাটারী চুরির অ়ভিযোগে একজন আটক গোবিন্দগঞ্জে হ্যাকারকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় গোবিন্দগঞ্জে জোরপূর্বক পুকুরের মাছ ধরে বিক্রি, সাত লক্ষ টাকার ক্ষতি। আগামী রবিবার বগুড়া শহরে যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে বগুড়া সারিয়াকান্দি হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি ও কর্মীসহ ৩ জন গ্রেফতার।

গোবিন্দগঞ্জে হ্যাকারকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (১৭ অক্টোম্বর) ভোরে রুহুল আমীন (২৫) নামে এক হ্যাকারকে আটক করে হ্যান্ডক্যাপ লাগিয়ে আনার পর অদৃশ্য কারণে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে বুধবার (১৬ অক্টোম্বর) মধ্যরাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছিল। পুলিশের এ ভূমিকা নিয়ে সচেতন মহলের নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের সাদা মিয়ার ছেলে রুহুল আমিন দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার সহজ সরল মানুষদের প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এরই প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বুধবার রাত ১২টার দিকে নিজ বাড়ী থেকে রুহুল আমিনকে আটক করে হ্যান্ডক্যাপ লাগিয়ে নিয়ে এসে থানা হাজতে রাখে। পরে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই মানিক রানা জানান, নেতাদের সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ইকবাল পাশা রুহুল আমিনকে আটকের বিষয়টি অস্বীকার করে বলেন,তাকে অন্য কারণে নিয়ে আসা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়। গাইবান্ধার পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com