October 18, 2024, 6:22 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের রাউজান থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সোনাতলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সোনাতলায় তুহিন বাদশা হত্যা মামলায় অভিযুক্ত আসামীরা একমাসেও গ্রেফতার হয়নি সান্তাহারে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার। গোবিন্দগঞ্জে অটো রিক্সার ব্যাটারী চুরির অ়ভিযোগে একজন আটক গোবিন্দগঞ্জে হ্যাকারকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় গোবিন্দগঞ্জে জোরপূর্বক পুকুরের মাছ ধরে বিক্রি, সাত লক্ষ টাকার ক্ষতি। আগামী রবিবার বগুড়া শহরে যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে বগুড়া সারিয়াকান্দি হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি ও কর্মীসহ ৩ জন গ্রেফতার।

র‌্যাব এর যৌথ অভিযানে বরগুনায় ১২ বছরের শিশু ধ*র্ষ*ণ মামলার পলাতক আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: বরগুনায় ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় পলাতক একমাত্র প্রধান আসামী র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী এবং সিপিসি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ি এর যৌথ অভিযানে গ্রেফতার।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ি একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় পলাতক একমাত্র প্রধান আসামী মোঃ মহসিন কাজী(৩৫), পিতা-মৃত ওহাব কাজী, সাং-সরিষামুড়ি, ০৯ নং ওয়ার্ড, ০৭ নং সড়িষামুড়ি ইউপি, থানা-বেতাগী, জেলা-বরগুনা’কে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ধলপুর বাদল সরকার গণি রোড হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, আসামী মহসিন কাজী গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে ১২ বছর বয়সী ভিকটিমকে মক্তবে যাওয়ার সময় ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করে। ভিকটিমের পরিবার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার বেতাগী থানায় একটি মামলা দায়ের করে (বরগুনা জেলার বেতাগী থানার মামলা নং-০৬, তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১)। পরবর্তীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ি ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত ১৬/১০/২০২৪ তারিখ সময় অনুমান ২০০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ধলপুর বাদল সরকার গণি রোড হতে গ্রেফতার করে।

আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরগুনা জেলার বেতাগী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com