October 22, 2024, 9:21 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত গাবতলীতে ব্যাট খেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন। নওগাঁয় আস্তান মোল্লা কলেজের শিক্ষকদের সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের নুন্দহপাড়ায় গ্রামীন পাকা রাস্তা ভেঙ্গে চলাচলে দুর্ভোগ। গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন, ফিরোজ কবির প্রধান গোবিন্দগঞ্জে ব্যাংক এশিয়ার মোবাইল এজেন্ট নিখোঁজ

বগুড়ায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোছা. সাহেরা বেগম নামের একজন বৃদ্ধা। বৃহস্পতিবার ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বগুড়া শহরদিঘী দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল খালেকের স্ত্রী মোছা. সাহেরা বেগমের পক্ষে সোনালী আক্তার বলেন, গত ১০ অক্টোবর মধ্যরাতে বগুড়া সদর থানায় আমার দুই ছেলে মো. সোহেল রানা ও মো. সোহাগ প্রাং ও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন আমার বড় ছেলের বউ সদরের ফাঁপোর ইউনিয়নের শহরদিঘী গ্রামের মোছা. মাকছুমা বেগম।
সংবাদ সম্মেলনে সোনালী আক্তার বলেন, ২০০১ সালে বগুড়া শহরের ছিলিমপুর মৌজায় ৮৯৯ (সাবেক)/৭৯৮ (হাল) দাগে কবলা দলিল মূলে মোট ১১ শতক জায়গা ক্রয় করেন বগুড়া সদর থানায় দায়েরকৃত মামলার বাদী আমার বড় ছেলের বউ মোছা. মাকছুমা ও ২য় ছেলে মো. সোহেল রানা। দীর্ঘ দিন ধরে আমার বড় ছেলের বউ ও ২য় ছেলে উক্ত জায়গা ভোগ দখল করছে। কিন্তু বিগত প্রায় ১ বছর আগে থেকে আমার ছেলে মো. সোহেল রানার সাড়ে পাঁচ শতাংশ জায়গার উপর লোলুপ দৃষ্টি দেয় মাকছুমা বেগমের জামাই ও আমার নাতি জামাই বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী মো. উজ্জল হোসেন। উজ্জল হোসেন বগুড়া কাহালু উপজেলার ভালশুন গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে। আমার নাতি জামাই উজ্জল হোসেন বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে চাকুরি করে বিধায় পরিবার, আত্মীয়-স্বজন, নিজ এলাকাসহ সব জায়গায় নিজেকে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে চলাফেরা করে।

তারই ধারাবাহিকতায় অসৎ উদ্দেশ্যে বেআইনিভাবে আমার ছেলে সোহেল রানার জায়গা দখলের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনবরত হুমকি-ধামকি ও মামলার ভয় দেখানোর ফলে আমার ছেলে সোহেল রানা আইনের আশ্রয় নেয় এবং উজ্জল হোসেনের বিরুদ্ধে আদালতে ২৩৩পি/২০২৪ (সদর) নং হুমকি-ধামকি ও জবর দখল প্রচেষ্টার মামলা দায়ের করে। যা আদালতে বিচারাধীন অবস্থায় আছে।
আদালতের নির্দেশে গত ১২ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) সদর বগুড়া-এর তত্ত্বাবধানে মামলাটি সরেজমিনে তদন্ত হয়। কিন্তু তদন্তের দিনের তারিখে মিথ্যা ঘটনা সাজিয়ে প্রায় ১ মাস পর গত ১০ অক্টোবর বগুড়া সদর থানায় মাকছুমা বেগম আমার ছেলেদের বিরুদ্ধে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন, মামলা নং- ২৩/২০২৪ ইং। উক্ত মিথ্যা মামলায় পুলিশি হয়রানির শিকার হয়ে আমার ছেলেরা বর্তমানে বাড়ি ছাড়া। মামলার বিষয়ে আমি অবগত হয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি উজ্জল হোসেন তার শ্বাশুড়ী মাকছুমা বেগমকে কু-পরামর্শ দিয়ে ও প্রত্যক্ষ সহযোগীতায় আমার পুত্রদের নামে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে উক্ত মিথ্যা মামলা দায়ের করায়।

তিনি আরও বলেন, আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে বগুড়া পুলিশ প্রশাসন, উর্দ্ধতন কর্তৃপক্ষ ও সাংবাদিকবৃন্দের সু-দৃষ্টি কামনা করছি। অবিলম্বে বগুড়া সদর থানায় দায়েরকৃত ষড়যন্ত্রমূলক, মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে উজ্জল হোসেন সহ মিথ্যা মামলার বাদী, সাক্ষী ও সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com