October 22, 2024, 10:32 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টায় ২ জনকে জরিমানা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করে বস্তায় ভরে মাংস নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী ২ জনকে আটক করেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার ঋষিঘাট গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা উপজেলার মগলিশপুর নয়াপাড়া গ্রামের সুমন মিয়া ও সাদ্দাম হোসেন নামের কসাই। এদিকে সুমন মিয়া একজন গরু ব্যবসায়ী বলে খোঁজ নিয়ে জানা যায়।

জানা গেছে, ঋষিঘাট গ্রামের সাইদুল ইসলাম নামে এক ব্যক্তির একটি অসুস্থ গরু কসাই ও গরুর ব্যবসায়ী মিলে ৭ হাজার টাকায় ক্রয় করে ওই বাড়িতেই জবাই করে। এরপর মাংস গুলো বস্তায় ভরে ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ২ জনকে আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম কে জানান। ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মাংস গুলো ইউনিয়ন পরিষদে এনে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।

এলাকাবাসী জানান, তারা দীর্ঘদিন থেকে এরকম কাজের সাথে জড়িত। এ ব্যাপারে কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com