October 23, 2024, 12:33 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

টিএমএসএস মেডিকেল কলেজে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদক: টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল বগুড়ায় গতকাল “কোমড় ব্যথা নিরাময় এবং প্রতিরোধে ফিজিওথেরাপির ভুমিকা” শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়। প্রফেসর এ, কে, এম মাসুদুর রহমান হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ নির্বাহী পরিচালক ডা. মো: মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: জাকির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ও হাসপাতাল পরিচালক ডা. মো: জামিলুর রহমান, অধ্যাপক ডা. মো: অনুপ রহমান চৌধুরী প্রমুখ।

এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক মন্ডলী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফিজিওথেরাপি ইউনিট থেকে দুইটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র ফিজিওথেরাপিস্ট মোঃ আসিফ আরসালান এবং ইউনিট প্রধান মরিয়মুন্নেসা ইলমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ আলমগীর মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিজিওথেরাপিস্ট মোঃ আবু ওবায়দা মারুফ। অনুষ্ঠান শেষে উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান টিএমএসএস ফিজিওথেরাপি সেন্টারের লোগো উন্মোচন করেন এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি র‌্যালি প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com