October 23, 2024, 4:30 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক।

বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত.

নিজস্ব প্রতিবেদক : বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, গত ৫ আগস্ট এদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। জনগণ হচ্ছে বিএনপির শক্তির উৎস। আমরা বিএনপির নেতাকর্মী যদি এ কথাটা বিশ্বাস করে থাকি, তাহলে এদেশের জনগণের চিন্তা—চেতনার কথা মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপি নেতাকর্মীদের আগে দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগনের বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্যে বিএনপির ভবিষ্যৎ লুকায়িত আছে। বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীরাই দলের পক্ষে থেকে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছেন। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সেই সময় সব ষড়যন্ত্র প্রতিহত করেছেন। তৃণমূল নেতাকর্মীরা হলেন বিএনপির প্রাণ। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর একটি নতুন খেলা শুরু হয়েছে, তা হলো সংখ্যালঘু সম্প্রাদায়ের ওপর নির্যাতনের খেলা। সামনে শারদীয় দূর্গৎসব আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কেউ যেন কোন বিশৃঙ্খলা ঘটাতে না পারে। আমাদের সবাইকে এ খেলা প্রতিহত করতে হবে। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি।
জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেলের সভাপতিত্বে (৫আগষ্ট শনিবার) বিকেলে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে দলের নেতা—কর্মীদের সতর্ক করে দিয়ে প্রধান বক্তার বক্তব্যে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, বছরের পর বছর ধরে আন্দোলন—সংগ্রাম, ত্যাগ, বঞ্চনা সহ্য করে বিএনপি জনগণের যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, তা দলের কিছু বিপথগামীর হঠকারিতায় ক্ষতিগ্রস্ত হবে, সেটা কোনোভাবেই সহ্য করা হবে না, তিনি যে—ই হোন না কেন। তিনি বলেন, ‘আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন, প্রতিরোধ করুন, দল তাঁদের শুধু বহিষ্কারের অঙ্গীকারই নয়, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।’
বিএনপি’র দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহিদুন্নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সকার, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম শিপন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ফেরদৌস আলম পিলু। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, বগুড়া জেলা মহিলাদলের সভাপতি এ্যাডঃ সাহাজাদী লায়লা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম,সদর উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, বিএনপিনেতা রাজিবুল করিম রাফি, যুবনেতা তোহিদুল ইসলাম তৌহিদ, বিপুল কর্মকার, বিএনপিনেতা, মাফতুন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ, জালাল উদ্দিন, আব্দুল বাছেত,কামাল হোসেন,এনামুল হক উকিল, আলীউর রেজা,আয়ুউব খান, আবু বক্কর সিদ্দিক মাষ্টার,আব্দুল হান্নান,এবিএম সিদ্দিক,এসএম রাসেল মামুন,শাহিন আলম, আতিকুর রহমান আতিক, আব্দুর রশিদ বজলু, শাহ আলম জনি, আব্দুল হান্নান, হারুন অর রশিদ হারুন, সাইদুর কবির সাজু, রশিদুল ইসলাম মৃধা, মাহবুবুর রহমান দুলাল,রাকিবুল ইসলাম রাকিব, আকমল হোসেন সজল,এবিএম মিলন, জাহাঙ্গীর হোসেন, হামিদুর রহমান ডাবলু, শ্রমিকদল সভাপতি আমিনুল ইসলাম,সাধারন সম্পাদক ফারুক হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামাল হোসেন জামাল,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাহিদুল,কৃষকদন নেতা আব্দুস সালাম রুবেল, রফিকুল ইসলাম, সাজ্জাদুল বারী রতন, মৎস্যজীবি দলতো সাজেদুল ইসলাম সজল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com