October 23, 2024, 12:16 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বদলির আদেশে পাত্তা দিচ্ছেন না, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার।

বগুড়ার কাহালুতে ২৭ টি মন্ডব শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত আসন্ন শারদীয় দূর্গাপূজা এবার ২৭ টি মন্ডবে অনুষ্ঠিত হবে। চলছে রং তুলির কাজ। ইতিমধ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কাহালু উপজেলা শাখার পক্ষ হতে পূজা মন্ডব গুলোর চুড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। পূজা মন্ডব গুলো হলো-উপজেলা কেন্দ্রীয় সনাতন সংঘ দূর্গা মন্ডব কাহালু, গিরাইল রাধা গবিন্দ দূর্গা মন্দির, কালাই কুমার পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, পিলকুঞ্জ পুরাতন সার্বজনীন দূর্গা মন্দির, পিলকুঞ্জ নতুন সার্বজনীন দূর্গা মন্দির,কালাই পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির,কালাই দক্ষিণ হিন্দু পাড়া দূর্গামন্দির,মুরইল চাকীবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, ডোমর গ্রাম সার্বজনীন দূর্গা মন্দির,মালিগাছা সার্বজনীন দূর্গা মন্দির,যোগীর ভবন সার্বজনীন দূর্গা মন্দির,পলি ভূগইল আদি সার্বজনীন দূর্গা মন্দির,পলি ভূগইল সরকার বাড়ী সার্বজনীন দূর্গা মন্দির,নারহট্ট সার্বজনীন দূর্গা মন্দির,কল্যাণপুর দক্ষিণ কালিবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির,কল্যাণপুর পুরাতন সার্বজনীন দূর্গা মন্দির, পিন্ডিখুর সার্বজনীন দূর্গা মন্দির,দূর্গাপুর সার্বজনীন দূর্গা মন্দির, দূর্গাপুর শীতালীমাতা সার্বজনীন দূর্গা মন্দির,ধলাহার কালিবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির,ঢেকড়া শিবা দূর্গা মিলন মন্দির,ছোট ঢেকড়া সার্বজনীন দূর্গা মন্দির, দেওগ্রাম সার্বজনীন দূর্গা মন্দির, খাড়িয়া নিশিন্দারা সার্বজনীন দূর্গা মন্দির, সাতরুখা সার্বজনীন দূর্গা মন্দির ও বানিয়াদীঘি সার্বজনীন দূর্গা মন্দির।

হিন্দু সম্প্রদায়ে এই ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা (৯ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর ৫ দিন ব্যাপী) কে কেন্দ্র করে মন্ডব গুলোর,পরিস্কার-পরিচ্ছিন্নতা,ধোয়া-মোছা ছোছ খাট সংস্কার ও সাজানো ইতি মধ্যে সম্পূর্ণ করা হয়েছে। প্রতিমা নির্মাণ শেষে চলছে রং এর কাজ। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তৎপর। বিএনপি,জামায়াত সহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা সার্বক্ষণিক পূজা উদ্যাপনের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি/ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে যোগাযোগ রাখছেন। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী অঞ্জন কুমার প্রাং ও সাধারণ সম্পাদক শ্রী মহাদেব চন্দ্র এর সাথে কথা বলা হলে তারা জানান, এবারের দূর্গা পূজা সুষ্ঠ,শান্তিপূর্ণ আন্দোঘন পরিবেশে পালনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষহতে আমরা ব্যাপক সহযোগীতা পাচ্ছি। আগামী দিনেও সকল মহলের সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com