October 22, 2024, 3:29 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত গাবতলীতে ব্যাট খেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন। নওগাঁয় আস্তান মোল্লা কলেজের শিক্ষকদের সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের নুন্দহপাড়ায় গ্রামীন পাকা রাস্তা ভেঙ্গে চলাচলে দুর্ভোগ। গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন, ফিরোজ কবির প্রধান গোবিন্দগঞ্জে ব্যাংক এশিয়ার মোবাইল এজেন্ট নিখোঁজ বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদের অস্থায়ী ড্রাইভার মামুনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন গাইবান্ধা জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের কমিটি গঠন

নওগাঁয় পলিথিনমুক্ত ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি (মাসুদ রানা): নওগাঁয় পলিথিনমুক্ত ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে শহরের মুক্তির মোড় মেইন সড়কে এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের সংগঠনটির সভাপতি ফাতেমা আক্তার সাবানার সভাপতিত্বে বিভিন্ন উপজেলার উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস লতা, শাহনাজ পারভীন, অনামিকা,আখিরাণী, সম্পা রানী, সহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রায় শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদফতরের সক্রিয় ভূমিকা পালন ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি করেন তারা অপর দিকে পাটের তৈরী পণ্য ব্যবহারে উদবদ্য করার আহবান জানান।
জেলা প্রশাসক জনাব আবদুল আওয়াল বলেন, ইতিমধ্যে আমরা বোতল জাত পণ্যের ব্যবহার কমিয়ে ফেলেছি, জেলার সমস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দের বলে দিয়েছি, যে কোন ভাবেই পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে, প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে হবে, একজন নাগরিক হিসেবে পৃথিবীর বাসযোগ্য পরিবেশ গড় তোলার দায়িত্ব আমাদের সকলেরই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com