October 23, 2024, 2:33 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
দিনাজপুর বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাঘাটায় ১০হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক কারবারি গ্রেফতার বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হলেন ফখরুল ইসলাম কাহালুতে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ কাহালুতে ইট ভাটা মালিকের বাসায় ডাকাতি সংঘটিত নওগাঁয় ১ লাখ ১৪ হাজার কিশোরী পাচ্ছে জরায়ুমুখ ক্যান্সার টিকা বদলির আদেশে পাত্তা দিচ্ছেন না, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা

টিএমএসএস বগুড়ায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পণ্যের পরিচিতি ও প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠিত।

বগুড়া প্রতিনিধি: টিএমএসএস বগুড়ায় নিরাপদ খাদ্য প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রয় প্রসারে উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্যের প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

টিএমএসএস এর ক্যান্সার সেন্টার এর ভিআইপি কনফারেন্স রুমে গতকাল সোমবার প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আরএমটিপি প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তর, বগুড়ার সিনিয়র জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোছাঃ মমতা হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান, পরামর্শক মোঃ আসাদুর রহমান, পরিচালক মোঃ মাহাবুবর রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুস সালাম সহ সংস্থার বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম এ স্বাস্থ্যসম্মত মসলা প্রক্রিয়াজাতকৃত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তা মোঃ মেহেদী হাসান ও কুমড়া বড়ি উৎপাদনকারী উদ্যোক্তা সুমি রানী ও ব্যবসায়ী, খুচরা বিক্রেতা এবং অন্যান্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রকল্প বিষয়ক তথ্যসমূহ উপস্থাপন করেন কৃষিবিদ এ.বি.এম মাহমুদুল হাসান এবং প্রোগ্রামটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

“ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক উপ-প্রকল্পটি বগুড়া জেলার ০৪টি উপজেলার ১১৫০০ জন সবজি খামারী নিয়ে বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com