October 23, 2024, 5:35 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক।

গাবতলীতে বিদেশে পাঠানোর নামে ৯লাখ টাকা আত্মসাত।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে বিদেশে পাঠানোর নামে সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর সোনারায় ইউনিয়নের আখরকান্দা গ্রামের মোকছেদ আলীর ছেলে মো: জিন্নাহ্ গত ২মাস আগে একই ইউনিয়নের খুপি দক্ষিণপাড়া গ্রামের বাদশা প্রাং এর ছেলে শাহীন আলম (৩০) ও একই এলাকার হেলালের ছেলে আ: কাদের (৩০)কে সৌদি আরবে ভালো বেতনে ভালো কাজ দেয়ার মিথ্যা প্রলোভন দেখায়। জিন্নাহ্কে বিশ্বাস করে ওই দুইজন জমি ও গরু বিক্রি করে নগদ সাড়ে ৯ লাখ টাকা দিয়ে সৌদিতে যায়। কিন্তু সেখানে তারা চরম ঝুঁকিপূর্ণ কাজ পায়-যা করা সম্ভব নয়। উক্ত বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শাহীনের বড়ভাই জিন্নাহর সাথে কথা বলতে গেলে অকথ্য ভাষায় গালাগালি করে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়। এ ঘটনায় শাহীন আলমের বড়ভাই লিটন মিয়া বাদী হয়ে জিন্নাহকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এসআই জাহিদ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com