October 23, 2024, 5:36 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক।

সোনাতলায় চকসৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত।

বগুড়া সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় চকসৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার বালুয়া ইউনিয়নের চকসৈয়দপুর গ্রামের ইট ভাটার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালুয়া ইউনিয়নের পর পর তিন বারের সফল ইউপি সদস্য ও বড়িয়াহাট খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন তৌফিক, বড়িয়াহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, বড়গাছা পুরকায়েত এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান এরশাদ, বড়িয়াহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বিপ্লব আহম্মেদ সোনা মিয়া প্রমুখ।
সৈয়দপুর ফুটবল একাদশ ও চকসৈয়দপুর ফুটবল একাদশ ক্লাবের খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করে। ৩০ মিনিটের খেলায় জীবনপুর ফুটবল একাদশ চকসৈয়দপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করেছে। জীবনপুর ফুটবল একাদশ খেলোয়াড়দের অধিনায়ক হিসেবে ছিলেন মোঃ রাব্বী ও চকসৈয়দ পুর ফুটবল একাদশ খেলোয়াড়দের অধিনায়ক ছিলেন মোঃ আলামিন।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে একটি ছাগল ও পরাজিত দলের অধিনায়কের হাতে একটি রাজহাঁস তুলে দেন প্রধান অতিথি মোঃ আব্দুর রাজ্জাক।
উক্ত খেলায় ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন মোকামতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মুসা মিয়া ও দুইজন লাইটম্যান নিয়ে খেলাটি পরিচালনা করেন বড়িয়াহাট ফুটবল একাদশ ক্লাবের সাবেক ফুটবলার মোঃ হান্নু মিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com