September 21, 2024, 12:34 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন।

রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার।

রাজশাহী প্রতিনিধি: গত ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রাম হতে রাত ০২:৪৫ মিনিটে ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পলাতক অভিযুক্তদের নাম ১। মো: সুজন (৩২), ২। মো: আশিকুর রহমান (২৯)। মো: সুজন ও মো: আশিকুর রহমান রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জিয়ারত আলীর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম, এসআই (নিরস্ত্র) মোক্তার হোসেন, এএসআই (নিরস্ত্র) মো: আব্দুল মালেক ফোর্স-সহ আজ ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ০১:২৫ টায় রাজশাহী জেলার চারধাট থানাধীন ইউসুফপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক মো: শহীদুল ইসলাম, পিতা: মৃত: নইমুদ্দিন-এর বসতবাড়ীর উত্তরপার্শ্বে ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি চারঘাট থানা, রাজশাহী’র নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম, এসআই (নিরস্ত্র) মোক্তার হোসেন, এএসআই (নিরস্ত্র) মো: আব্দুল মালেক ফোর্স-সহ আজ ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ০১:৪৫ টায় অভিযান পরিচালনা করে। এতে চারঘাট থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ০২:৪৫ টায় উল্লেখিত মাদকব্যবসায়ী ঘটনাস্থলে ০৩ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৮১০ বোতল ফেন্সিডিল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com