October 23, 2024, 7:29 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক।

ঘোড়াঘাটে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পথরোধ পূর্বক হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখমসহ দোকান ঘরে অগ্নিসংযোগ করে ক্ষতি-সাধন, ভয়ভীতি, হুমকীপ্রদান ও হুকুমদানের অপরাধে ৪০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) ঘোড়াঘাট পৌরসভার বাগানবাড়ি এলাকার বাসিন্দা সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় এ মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে গত ৪ আগস্ট বিকেল ৪ ঘটিকার দিকে পৌরসভা এলাকার ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চার মাথায় উপরোক্ত অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘোড়াঘাট পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, ইফতেখার আহমেদ বাবু, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ কবির, আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করা হয়েছে। যার মামলা নং- ০৭, তারিখ- ২৪/০৮/২০২৪ইং।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com