September 19, 2024, 2:02 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

ঘোড়াঘাটে বিএনপির আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সারাদেশে চলমান পরিস্থিতিতে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজারে আবু সাঈদ মার্কেটের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৩নং সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম কাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু, জেলা বিএনপির সদস্য শাহ মো. সাইফুল হোসেন চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সারাদেশের চলমান আইন শৃংখলা পরিস্থিতিকে পুঁজি করে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেনো কোনো ধরনের অপকর্ম না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা কোন দলাদলি করে এলাকায় শান্তি শৃঙ্খল ভাবে বসবাস করতে চাই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক পল্লব মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব রাজীব আল রাজী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com