October 30, 2024, 1:54 pm
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারিতে উৎপাদিত পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ঋষিঘাট কাটাদহ বিলে পোনামাছ অবমুক্ত করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হানিফ উদ্দিন। এ সময় রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি সহ দেশীয় প্রজাতির ৮০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাসিন্দা ও জেলে সহ অনেকে উপস্থিত ছিলেন।
(মোহাম্মদ সুলতান কবির)