October 30, 2024, 1:54 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে আর্থিক দায়িত্ব পাওয়ায় নির্বাহী অফিসার ইয়াসমিন সুলতানা কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ঘোড়াঘাটে জমিজমা বিরোধে মা ছেলেকে কু-পি-য়ে হ*ত্যা*র চেষ্টা বদলগাছীতে বাজারে আসতে শুরু করেছে নতুন আলু। গোবিন্দগঞ্জে শেখ হাসিনা কর্তৃক বিএনপি কর্মীর বাড়ীতে আগুন দেয়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। সাঘাটার খাদ্য কর্মকর্তা জিয়াউর রহমান চাকরিচ্যুত, ৯৫ লাখ টাকা জরিমানা নওগাঁয় রেইজ প্রকল্পের আওতায়, প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসনে ওয়ারেন্টেসন কর্মশালা অনুষ্ঠিত। রাজারহাটে সংখ্যালঘু পরিবারের কিশোরী মেয়েকে জাপটে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেওয়ায় মোঃ আল-আমিন যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড। আশুলিয়ায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করলো পিবিআই লৌহজং এ ১০৩ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল সহ ০২ জনকে গ্রেফতার।

বগুড়ার শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেণ্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বগুড়া শাহজাহানপুর প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু।

উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ আকন্দ। শিক্ষক নেতা তানভীর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশনেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার শামীম ইকবাল, মোমিনুল ইসলাম, মাহবুব হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মহিদুল হাসান, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, আব্দুল মজিদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।

উপজেলা পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ডোগলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে রামচন্দ্রপুর সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে ট্রাইবেকারে খোর্দ্দ ফুলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু বলেন, স্বাধীনতার প্রাক্কালে যে দেশটি তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত হয়েছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা আজ সোনার বাংলায় রূপ নিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com