October 30, 2024, 1:54 pm
নিউজ ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোস্তাকিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রুহুল আমিনের পুত্র।
রোববার (৭ জুলাই) সকাল সোয়া ৮টায় হিলি- জয়পুরহাট সড়কের টিএন্ডটি পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাজারে যাওয়ার পথে টিএন্ডটি পাড়া খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে পৌঁছিলে অপর দিক থেকে আসা একটি মেসির সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোস্তাকিম বাইকসহ মেসির নিচে ঢুকে গিয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে নেয়ার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।