September 19, 2024, 2:01 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

বগুড়ার পেরিরহাটে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের ধাওয় পাল্টা ধাওয়া।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 224.87598; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

স্টাফ রিপোর্টারঃ জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বগুড়ার শাজাহানপুর উজেলার লক্ষীকোলা গ্রাম এবং পার্শ্ববর্তী গাবতলী উপজেলার কর্ণিপাড়া ও পেরী গ্রামের মানুষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এবিষয়ে গাবতলী থানায় মামলা দায়ের হয়েছে।

সন্ধা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন পেরী গ্রামের হায়দার আলী নামের এক ব্যক্তির জমি ছিল পার্শ্ববর্তী লক্ষীকোলা গ্রামে। তিনি ১৫/২০ বছর আগে ওই জমি লক্ষীকোলার বুলু মাষ্টারের নিকট বিক্রি করে। ওই জমির ভোগ দখল নিয়ে হায়দার আলীর ভাতিজা হারেজ উদ্দিনের সাথে লক্ষীকোলার সাবেক মেম্বর আজিজার রহমানের বিরোধ দেখা দেয়। গত মে মাসের প্রথম দিকে হারেজ উদ্দিনের মারপিটে আজিজার মেম্ববর গুরুতর আহত হন। ওই মারপিটের জের ধরেই সন্ধায় দুপক্ষের দধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পেরি হাট বাজার কমিটির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মাছুদ রানা জানান খোকন ও এনামুলের নেতৃত্বে প্রায় একশত ছেলে পেলে নিয়ে এসে পেরিহাট বাজারে সভাপতি,সাধারণ সম্পাদক সহ ৩টি দোকানে ভাংচুর করে প্রায় ৫লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। সংবাদ পেয়ে সাধারণ জনগন এগিয়ে আসলে এসময় প্রতিপক্ষের মারপিটে সভাপতি খলিলুর রহমারে ছেলে পুটু ও মেম্বর আব্দুর রহমান আহত হয়।

এবিষয়ে আব্দুল পুটু বাদী হয়ে গাবতলী থানায় ইউপি সদস্য আব্দুর রহমান সহ ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর জানান মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com