September 8, 2024, 3:05 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় এশিয়া সুইটস’র পরিচালক টুটুলের বাড়ি থেকে বন্দুক ও গুলি উদ্ধার বগুড়ায় এশিয়া সুইটসের পরিচালকের বাড়িতে অভিযানে মিলল বন্দুক ও ৬৬৩ রাউন্ড কার্তুজ। বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের আয়োজনে রোভার স্কাউট লিডার ওয়ার্কশপ এবং জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কাহালুতে মারপিটের ঘটনায় গুরুত্বর আহত মন্টুর মৃত্যু। সভাপতি গোলাম রব্বানী ও সেক্রেটারী মোস্তাফিজার, কাহালুর লহরা পাড়া গ্রাম উন্নয়ন নতুন কমিটি গঠন। ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে ধাক্কা নি/হত ১। জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী বগুড়ার “সমস্বরে জাতীয় সঙ্গীত” কর্মসূচি অনুষ্ঠিত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” কর্মসূচি অনুষ্ঠিত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” কর্মসূচি অনুষ্ঠিত। কাহালুতে নজরুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন।

হ-ত্যা মামলার এজাহারনামীয় আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

প্রেস রিলিজ: গত ২৩ জুন ২০২৪ ইং তারিখে মোঃ গোলাম রসুল (২২), পিতা-মৃত ইউনুস আলী, সাং- বালা কৈগাড়ী, থানা ও জেলা- বগুড়া এই মর্মে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন যে, গত ২০/০৬/২৪ ইং তারিখ তার ভাই শাহীন (মানসিক ভারসাম্যহীন) রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদী আব্দুল ওয়াহাব এর স্ত্রীকে হাত ধরে রাস্তা হতে সরে দেয়। এই সূত্র ধরে গত ২২/০৬/২৪ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭৩০ ঘটিকার সময় তার পিতা ইউনুস আলী (৫৫) সদর থানাধীন কৈগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে কাচা রাস্তার উপর পৌছলে আসামীগণ এলোপাথারী মারপিট করে হত্যা করে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার নং-৬৫, তারিখ ২৩/০৬/২৪ ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

এরই প্রেক্ষিতে ২৩ জুন ২০২৪ ইং তারিখ অনুমান ১৯১০ ঘটিকায় বগুড়া জেলার গাবতলী থানাধীন হামিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আহসান মন্ডল (২৬), পিতা-মোঃ জিন্না মন্ডল, সাং- বালা কৈগাড়ী, থানা ও জেলা- বগুড়া’কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com