September 19, 2024, 2:05 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

ঘোড়াঘাটে কৃষক লীগ নেতার তালকান্ড, থানায় অভিযোগ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি রাস্তার পাশে একটি তালগাছ থেকে তাল পাড়াকে কেন্দ্র করে তালকান্ডের ঘটনায় উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশের বিরুদ্ধে থানায় জনসাধারণের পক্ষে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে আল-আমিন নামে এক যুবক। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ অভিযোগের প্রাপ্তি স্বীকার করে জানান, ঘটনার সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জানা গেছে, উপজেলার ৩নং সিংড়া ইউপির রানীগঞ্জ বাজার-সুরা মসজিদ সড়কের পাঁচ মাথা মোড় নামক স্থানে হাটশ্যামগঞ্জ সাব পোস্ট অফিস সংলগ্ন সড়কের পাশে একটি তালগাছ থেকে ১২শ টাকায় কিছু অপরিপক্ক তাল উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশ জনৈক তাল ব্যবসায়ীর নিকট বিক্রি করেন। গত ১৫ জুন ২০২৪ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে তাল ব্যবসায়ী অপরিপক্ক তালগুলো পেড়ে ভ্যানযোগে বাজারে নেওয়ার সময় আল-আমিন নামে এক যুবক ও স্থানীয় কিছু লোকজন বাধা দেয়। একই সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বাবু ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে কথা বললে তার নির্দেশ মোতাবেক কয়েকজন গ্রাম পুলিশকে সাথে নিয়ে তালগুলো জব্দ করে পরিষদে নিয়ে গেলে কিছুক্ষণ পরে ইউএনও উপস্থিত হয়ে জব্দকৃত তালগুলো জনসাধারণের মাঝে বিতরণ করেন।

ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বাবু জানান, কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশকে মোবাইল ফোনে তাল কেন বিক্রয় করেছেন জানতে চাইলে সে আমাকে হুমকি দিয়ে বলে যে তুমি কি হয়ে গেছো, আমার পোষ্ট অফিসের গাছের তাল আমি বিক্রি করেছি তুমি বলার কে? তখন আমি তাকে বলি এটা পোস্ট অফিসের গাছ না সরকারি গাছ। আর পোস্ট অফিসও তো আপনার না সরকারি প্রতিষ্ঠান, তাহলে সরকারি জিনিস আপনি কিভাবে বিক্রি করেন? এ কথা বলাতে তিনি বলেন, তোর কি করার আছে কর যা, বেশি কথা বললে তোকেও সাইজ করে দেব।

এ ব্যাপারে অভিযোগের বাদী আল আমিন এর সাথে কথা হলে তিনি জানান, তাল জব্দ করার সংবাদ পেয়ে সাইদুল ইসলাম আকাশ একটি হাসুয়া নিয়ে মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে আমার গলায় হাসুয়া ঠেকালে স্থানীয় লোকজনের বাধার মুখে বলেন যে, আজ হোক কাল হোক তোকে শেষ করে দিবো। ৫ বছর কোন কথা হবে না। এমপি সাহেবের সাথে আমার কথা হয়েছে, এ এলাকার সব কিছু আমার নিয়ন্ত্রণে চলবে। এছাড়া তিনি নিজেকে সাংবাদিক ও সরকার দলীয় নেতা পরিচয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও প্রভাব খাটিয়ে আসছে। আমার গলায় হাসুয়া ঠেকিয়ে প্রান নাশের হুমকি প্রদান ও জনসাধারণ তার অপকর্মে অতিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি তাদেরকে আইনী প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান।

(মোহাম্মদ সুলতান কবির)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com