September 16, 2024, 8:28 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘোড়াঘাটে সেনাবাহিনীর লীজকৃত ১৫ একর জমির দখল হস্তান্তর।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের প্রতিরক্ষা কলোনীর ১৫ একর জমি অবৈধ দখল উদ্ধার করে লীজ গ্রহীতাদের মাঝে দখল হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় লিজ দাতা বাংলাদেশ সেনাবাহিনীর জেলা সশস্ত্র বোর্ড, রংপুর এর এমএফআরও মেজর মো.ফিরোজ আহম্মেদ এর পক্ষে মেজর নাজমুল ইসলাম উপস্থিত থেকে লীজ গ্রহীতাদের মাঝে দখল বুঝে দেন। এ সময় লীজ গ্রহীতা মেজর মো.আসাদ উন-নবীর পক্ষে প্রতিনিধি হিসেবে ফিরোজ আহম্মেদ, ল্যাঃ কর্পোরাল (অবঃ) মো.হাবিল উদ্দিন ও সৈনিক নয়ন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

লীজ আবেদন ও বিভিন্ন দালিলিক কাগজ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলাধীন নূরজাহানপুর প্রতিরক্ষা কলোনীর ৩৫ নং প্লটের ৫ একর জমি লীজ মানি পরিশোধ সাপেক্ষে ২০২৪ সনের জন্য মেজর মো. আসাদ উন-নবীকে একসনা লীজ প্রদান করা হয়। এছাড়াও ৩৭ ও ৩৯ নং প্লটে ১০ একর জমি ল্যাঃ কর্পোরাল (অবঃ) মো.হাফিজ উদ্দিন ও সৈনিক মো.নয়ন মিয়াকে লীজ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন থাকা অবস্থায় উক্ত প্লটে মৃত আসরার আলম সরকার এর ছেলে সুবেদার ইব্রাহিম সরকার (মৃত) এর ওয়ারিশগন জমির মালিকানা দাবী করে অবৈধভাবে ভোগ দখল করে আসছিলেন এবং মালিকানা দাবী সাপেক্ষে মহামান্য হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। মহামান্য হাইকোর্ট তাদের মালিকানা অবৈধ বলে ঘোষণা করে মিলিটারী ফ্যামিলী রিহ্যাবিলিটেশন অফিস (এমএফআরও) এর পক্ষে রায় প্রদান করেন। এ ছাড়া চলমান জরিপে বর্ণিত প্লট সমূহ ৩১ বিধি মতে এমএফআরও এর নামে রেকর্ডভুক্ত থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জেলা সশস্ত্র বোর্ড, রংপুর এর এমএফআরও লীজ গ্রহীতাদের মাঝে লীজ প্রদান করেন।

দখল উদ্ধার বিষয়ে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুর এর এমএফআরও মেজর মো. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক আবেদন ঘোড়াঘাট থানার ওসি, ইউএনও, এসিল্যান্ড, পৌর মেয়র ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সদর দপ্তরকে অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য প্রেরণ করা হলে তার প্রেক্ষিতে গত মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর লোকের উপস্থিতিতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে লীজগ্রহীতাদের মাঝে উক্ত জমির দখল বুঝে দেওয়া হয়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি জমিজমা সংক্রান্ত ও দেওয়ানি প্রকৃতির হওয়ায় উভয়পক্ষকে বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত বিষয়ে ইতিপূর্বে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তাদেরকে উপরোক্ত পরামর্শ প্রদান করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com