September 19, 2024, 1:56 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

বগুড়ায় উপজেলা চেয়ারম্যান কে গালিগালাজ করায় মোটরসাইকেল ও আনারস সমর্থকের মাঝে হাতাহাতি।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: ৩১ মে দুপুরে বাদ জুম্মা সুজাবাদ উত্তর পাড়া ঈদগাহ মাঠে মরহুম মোহাম্মদ আলী সরকার সাহেবের দোয়ার মাহফিলে যোগদান করেন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান উপস্থিত হওয়ায় পরাজিত প্রার্থী সাজেদুর রহমান সাহিনের আনারস প্রতীকের স্থানীয় নির্বাচনী কর্মী আলমগীর হোসেন উপজেলা চেয়ারম্যান কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় উপস্থিত উপজেলা চেয়ারম্যানের সমর্থক ও আনারসের কর্মী আলমগীর এর মাঝে হাতাহাতি ঘটনা ঘটে।

এ ঘটনায় মারপিটের অভিযোগ তুলে উপজেলা চেয়ারম্যান ছান্নুর বেশ কয়জন সমর্থকের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী আনারসের কর্মী আলমগীর হোসেন।

স্থানীয়দের তথ্যমতে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে সুজাবাদ উত্তরপাড়ায় মরহুম মোহাম্মদ আলী সরকার মজলিসে যোগ দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু। মজলিস শেষে চলে যান তিনি। এরপর পরাজিত প্রার্থী সাহীনের আনারস প্রতীকের কর্মী আলমগীর উপজেলা চেয়ারম্যান কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত নুহু আর লেমন নামের মোটরসাইকেল প্রতীকের দুই সমর্থক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতান্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে আলমগীরকে থাপ্পড় মারে নুহু। এ সময় আলমগীরের সাথে ছিল তার ছোট কন্যা। ভয়ে সে দৌড় দিলে উষ্ঠা খেয়ে পড়ে যায় এবং সামান্য আঘাতপ্রাপ্ত হয়।

এঘটনায় আলমগীর বাদি হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয় আনারসের ভোট করায় মোটরসাইকেলের সমর্থকরা তাকে মারধর করেছে।

এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার খোরশেদ আলম বলেন, ছান্নুকে গালমন্দ করায় ওখানে চর থাপ্পরের মত ঘটনা ঘটেছে। তবে কোন বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com