September 19, 2024, 1:39 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

নবনির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে সুদের টাকা নিয়ে মারধরের অভিযোগ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নব-নির্বাচিত মহিলা ভাইস নার্গিস আক্তারের বিরুদ্ধে সুদের টাকা নিয়ে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের লেবার সর্দার মামুনুর রশিদ (৪৮) কে সিনেমা স্টাইলে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার চাটশাল নামক গ্রামে রাস্তায় মাটিকাটা চলাকালীন সময়ে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় ও কর্মসৃজন প্রকল্পের শ্রমিকেরা জানান, রাস্তায় মাটিকাটা চলাকালে মহিলা ভাইস-চেয়ারম্যানের ছেলে সহ অপরিচিত ৭/৮ জনের একটি দল ৪টি মোটরসাইকেল নিয়ে প্রকল্পের সর্দার মামুনুর রশিদকে তুলে নিয়ে যায়। এ সময় আমরা বাধা দিলে তারা জানায়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের নির্দেশে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণ পর ফেরত পাঠানো হবে।

ভুক্তভোগী মামুনুর রশিদ জানান, গত ১ বছর পূর্বে লিটন, মনোয়ার, গোলবাহার, মাহাতাব ও আমি সহ বাঁশমুড়ি গ্রামের ১১ জন মিলে সপ্তাহে প্রতি হাজারে ১০০ টাকা সুদে সর্বমোট ৫৮ হাজার টাকা নিয়েছিলাম। এরপর ১ বছরের মধ্যে সুদে-আসলে ৭৫ হাজার টাকা ফেরত দিলেও তিনি আরও অতিরিক্ত টাকা দাবি করে আমাকে ৭/৮ জন মিলে একটি বাগানে তুলে নিয়ে গিয়ে চর, থাপ্পড়, কিল-ঘুষি, লাথিসহ আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এছাড়াও সুদের টাকা লেনদেনের কোন ধরনের চুক্তিপত্র না থাকায় মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই আজিজুল ইসলাম ৩ টি সাদা ষ্ট্যাম্পে জোর পূর্বক সাক্ষর করে নেয়। এরপর মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার আমার গালে চর মারতে মারতে বলে আজকে তোকে শেষ করে ফেলবো। উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ঠকানোর জন্য অনেক চক্রান্ত করেছিস। তোর কোন নেতা আছে এখান থেকে নিয়ে যায় আমিও দেখতে চাই। তারপর আমাকে ছেড়ে দিলে আমাদের ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের নিকটে গেলে তিনি লোকজনকে সাথে পাঠিয়ে হাসপাতালে ভর্তি করে দেন।

এ ব্যাপারে নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মামুনুর রশিদ নামের ব্যক্তিকে মারধরের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। গত প্রায় দুই বছর পূর্বে তিনি আমার নিকট থেকে এক লক্ষ টাকা নিয়েছেন তার সুদ আসল এক টাকাও পরিশোধ করেননি। আমার ম্যানেজার টাকা চাইতে গেলে টাকা না দিয়ে তিনি আমার কাছে এসেছিলেন। সেখানে অরুপ নামের এক পুলিশ কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে তিনি আগামী এক মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা বলে চলে যান। এরপর বিকেলে নির্বাচনী পূর্ব শত্রুতার জের ধরে কবিরুল চেয়ারম্যানের ছেলে আরিফ তাকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, এ বিষয়ে ইউএনও, ওসি, তদন্ত ওসি, সহ আরও অনেকে এসেছিলেন এবং বিষয়টি সবাই জানেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে আমরা অবগত আছি। ২নং পালশা ইউপি চেয়ারম্যানকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ নিয়ে ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের সাথে কথা হলে তিনি জানান, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এই বিষয়ে দায়িত্ব নিয়েছেন। দেখা যাক কি হয়।
এ বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাস্থলে আমরা কেউ যাইনি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(মোহাম্মাদ সুলতান কবির)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com