September 8, 2024, 3:17 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় এশিয়া সুইটস’র পরিচালক টুটুলের বাড়ি থেকে বন্দুক ও গুলি উদ্ধার বগুড়ায় এশিয়া সুইটসের পরিচালকের বাড়িতে অভিযানে মিলল বন্দুক ও ৬৬৩ রাউন্ড কার্তুজ। বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের আয়োজনে রোভার স্কাউট লিডার ওয়ার্কশপ এবং জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কাহালুতে মারপিটের ঘটনায় গুরুত্বর আহত মন্টুর মৃত্যু। সভাপতি গোলাম রব্বানী ও সেক্রেটারী মোস্তাফিজার, কাহালুর লহরা পাড়া গ্রাম উন্নয়ন নতুন কমিটি গঠন। ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে ধাক্কা নি/হত ১। জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী বগুড়ার “সমস্বরে জাতীয় সঙ্গীত” কর্মসূচি অনুষ্ঠিত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” কর্মসূচি অনুষ্ঠিত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” কর্মসূচি অনুষ্ঠিত। কাহালুতে নজরুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন।

উল্লাপাড়ায় ইরি-বোরোর বাম্পার ফলন তীব্র তাপদাহেও কৃষকের মুখে হাসি।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: সারাদেশে তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে। তাপদাহ আর তীব্র গরম উপক্ষো করে উল্লাপাড়ার কৃষকেরা আগাম জাতের ইরি-বোরো ধান কাটতে শুরু করেছে। ধানের বাম্পার ফলন ও বাজারে নতুন ধানের ভালো দাম থাকায় কৃষকের মুখে আনন্দের হাসি দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকুলে আর দাম ভালো থাকলে কৃষকরা লাভবান হবে বলে আশা করা যাচ্ছে। শষ্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া উপজেলায় প্রতি বছর বিপুল পরিমান ইরি-বোরো ধানের চাষ হয়ে থাকে। ধানের ফলনও বেশ ভালো হয়। প্রচন্ড রোদ আর গরমে এবছর আগেই ধান পেকেছে। উপজেলার মাঠে মাঠে আগাম জাতের ধান কাটা পুরোদমে শুরু করেছে কৃষকরা। এখন চলছে ধান কেটে মারাই করে ঘরে তোলার কর্মযজ্ঞ। তবে কিছু কিছু এলাকায় অতিরিক্ত তাপদাহের কারনে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। জানা গেছে, এ বছর উল্লাপাড়া উপজেলায় ৩০হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ হয়েছে। মৌসুমের শুরুতে প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের বিনামুল্যে উচ্চ ফলনশীল ধান বীজ ও রাসায়নিক সার দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে চাষাবাদ সহজ ও খরচ কমেছে। সলঙ্গা এলাকার কয়েকজন কৃষক বলেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন ভালো হয়েছে। প্রচন্ড রোদ আর গরমের কারনে শ্রমিকরা মাঠে কাজ করতে চাচ্ছে না। অধিকাংশ কৃষক হারভেষ্টারের সাহায্যে ধান কেটে ঘরে তুলছেন। ঝড় বৃষ্টির আগে পাকা ধান ঘরে তোলার চেষ্টা করছেন তারা। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, এবছর উল্লাপাড়া উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রণোদনা দেয়াসহ সব রকম পরামর্শ ও সহায়তা দেয়া হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগের কবলে না পড়লে কৃষকরা লাভবান হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com