September 19, 2024, 5:04 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

দুপচাঁচিয়া বেড়–ঞ্জ মাদ্রাসার নির্বাচনে হামলায় ৯, বহিরাগত সহ গ্রফতার ১৪।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: গত শনিবার দুপচাঁচিয়া উপজেলার বেড়–ঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে হামলায় দেশীয় অস্ত্রসহ বহিরাগত ৯জন দুস্কৃতিকারীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত শনিবার সকালে উপজেলার চামরুল ইউনিয়নের বেড়–ঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের মেয়াদ শেষ হওয়ায় নতুন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য মাদ্রাসার অফিস কক্ষে সভা আহ্বান করা হয়। কমিটি ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে সভা চলাকালীন সময়ে একদল বহিরাগত সন্ত্রাসী তিনটি মোটরসাইকেল ও সিএনজি যোগে মাদ্রাসায় প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে অফিস কক্ষে প্রবেশ করে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন বন্ধ করার হুমকি প্রদান করে। এসময় তারা অফিসের টেবিলের উপরে থাকা কাঁচের কাস সহ অফিসের অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে ত্রাসের সৃষ্টি করে। এক পর্যায়ে মাদ্রাসার সভাপতি সহ অন্যান্য সদস্যদের অফিস থেকে জোরপূর্বক বাহির করে দেওয়ার চেষ্টা করলে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। এসময় বহিরাগতরা দিক বিদিক ছুটাছুটি করে পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে বহিরাগত ৯ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন। তারা হলো বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার মিলন শেখের ছেলে নাদিম শেখ (১৯), মৃত আব্দুল হালিমের ছেলে নুরনবী (১৯), জনি প্রামানিকের ছেলে প্রেম (২০), সৈয়দ বাদশার ছেলে ফয়সাল রহমান (২৬), আশরাফুল ইসলামের ছেলে মোমিনুল ইসলাম আকাশ (২০), সাজু মিয়ার ছেলে মোরশেদ (২০), মালগ্রাম এলাকার কায়েদে আজমের ছেলে মাফিকুল ইসলাম (২০), শফিকুল ইসলামের ছেলে আবু নিশাত (২১), গাইবান্ধা জেলার সাঘাটা থানার কইচড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে মহিবুল হক পারভেজ (২১)। পরে আটককৃতদেরকে পুলিশের নিকট সপর্দ করে। একই দিন রাতে পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবী সহ ৫ জনগ্রেফতার করেছে। এরা হলো, মাদক বিক্রেতা গোবিন্দপুর তালুকদারপাড়ার ফজলুল হকের ছেলে আলামিন প্রামানিককে (২৬), মাদক মামলায় দুপচাঁচিয়া স্বর্গপুর পশ্চিমপাড়ার মৃত ইব্রাহিম মল্লিকের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩৫), সন্দেহজনক ঘোরাফেরা কালে জিয়ানগর খিদিরপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে নুর আল আমিন ওরফে লুটু (৩২) সহ গ্রেফতারী পরোয়ানামুলে কামারগাড়ী গ্রামের মোজাহার আলী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com