September 19, 2024, 5:08 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

বগুড়ার শাজাহানপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিট।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.5062678, 0.5062678); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 201.7336; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বগুড়া শাজাহানপুর প্রতিনিধিঃ বাকীতে মালামাল নেওয়ার পর পাওনা টাকা চাওয়ায় বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া ভেলাবাড়ী বাজারে কারিমা নামে একজন ভূষিমাল ব্যবসায়ীকে মারপিটে জখমের অভিযোগ উঠেছে ভেটুর ছেলে হায়াত (২৫), মন্টুর ছেলে সিয়ায়(১৯), আব্দুল জোব্বারের ছেলে আল আমিন(৩৫) সর্ব সাং কামারপাড়া মন্ডল পাড়া, শাজাহানপুর বগুড়ার বিরুদ্ধে।

এ ঘটনায় ব্যবসায়ী কারিমা শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন কামারপাড়া ভেলাবাড়ী বাজারে তার ভূষিমালের দোকান আছে। আসামী সিয়াম তার দোকান থেকে ২বৎসর যাব্য বাকী মালামাল খাচ্ছিল, এরপর বাকী টাকা পরিশোধ করেনা এবং দোকানেও বহুদিন যাব্য আসেনা। বাকী টাকা চাইলে সে তালবাহনা করতে থাকে বা টাকা চাইলে ঘুরাতে থাকেন।

এমতাবস্থায় গত ২৬ শে এপ্রিল দুপুর অনুমান ১২ ঘটিকার সময় হঠ্যাৎ করিয়া সিয়াম দোকানে আসিলে তার নিকট থেকে বাকী টাকা চাইলে এ নিয়ে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সিয়াম ফোন করে তার বন্ধুদের ডাকলে তারা ধারালো রামদা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে দোকান ভাংচুর করে দোকানী কারিমাকে মারধর করে জখম করে দোকানের প্রায় ৪০০০/হাজার টাকার মত ক্ষতিসাধন করে এবং দোকানে থাকা ক্যাশ বাস্ক হইতে নগত ২০.০০০/বিশ হাজার টাকা অসৎ উদেশ্যে নিয়ে যাবার সময় তারা কারিমাকে হুমকি প্রদান করে চলে যায়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান মারপিট ও দোকান ভাংচুরের বিষয়ে একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com