September 8, 2024, 3:10 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় এশিয়া সুইটস’র পরিচালক টুটুলের বাড়ি থেকে বন্দুক ও গুলি উদ্ধার বগুড়ায় এশিয়া সুইটসের পরিচালকের বাড়িতে অভিযানে মিলল বন্দুক ও ৬৬৩ রাউন্ড কার্তুজ। বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের আয়োজনে রোভার স্কাউট লিডার ওয়ার্কশপ এবং জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কাহালুতে মারপিটের ঘটনায় গুরুত্বর আহত মন্টুর মৃত্যু। সভাপতি গোলাম রব্বানী ও সেক্রেটারী মোস্তাফিজার, কাহালুর লহরা পাড়া গ্রাম উন্নয়ন নতুন কমিটি গঠন। ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে ধাক্কা নি/হত ১। জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী বগুড়ার “সমস্বরে জাতীয় সঙ্গীত” কর্মসূচি অনুষ্ঠিত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” কর্মসূচি অনুষ্ঠিত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” কর্মসূচি অনুষ্ঠিত। কাহালুতে নজরুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন।

জয়পুরহাটে বিপুল পরিমাণ চোলাই ম-দসহ ৬ জন গ্রেপ্তার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: জয়পুরহাটে ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত বিশ্বনাথ সিংহের ছেলে শ্যামল সিংহ (২৬), মহেন্দ্র সিংহের ছেলে অনিল সিংহ (২৬), মৃত লাল মোহন সিংহের ছেলে গজেন সিংহ (৫০), মৃত জন সিংহের ছেলে ভজেন সিংহ (৬৫), মৃত তুফান রবি দাসের ছেলে বিজয় রবি দাস (২০) ও মৃত রমেশ্বর সিংহের ছেলে নিরাকান্ত সিংহ (৪০)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, শ্যামল সিংহ অনেকদিন থেকে তার বাড়িতে চোলাই মদ উৎপাদন করে সহযোগিদের দিয়ে এলাকার যুবকদের কাছে বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় শ্যামলের বাড়িতে মজুদ অবস্থায় ১ হাজার ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় ৬জনকে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com