September 20, 2024, 1:05 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

বগুড়ায় পাওনা টাকা না পাওয়ায় রেদোয়ানকে কুপিয়ে হত্যা করে বন্ধু কাসেম।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: বগুড়ার কাহালুতে পাওয়া টাকা না পেয়ে তারাবী নামাজ শেষে কৌশলে একটি পুকুর পাড়ে ডেকে নিয়ে ধারালো বড় একটি হাসুয়া দিয়ে কুপিয়ে ঘনিষ্ট বন্ধু রেদুয়ান (১৮) কে হত্যা করে আরেক বন্ধু।

শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলা পাতাঞ্জ গ্রামে আব্দুল মান্নান নামের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এক সংবাদ সম্মেলনে জানান, এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়।

তিনজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রেদুয়ানের বন্ধু মাদ্রাসা ছাত্র আবুল কাসেম স্বীকার করে তিনি রেদুয়ানকে ১১ হাজার টাকা ধার দিয়ে আদায় করতে পারছেনা। সেই রাগে ধাপের হাট থেকে একটি বড় হাসুয়া কিনে আনে। ঘটনার দিনে পুকুর পাড়ে সেই হাসুয়া রেখে দিয়ে স্থানীয় একটি মাচাংয়ে বসে ছিল কাসেম। তারাবী নামাজ পড়ে রেদুয়ান বাড়ি ফেরার পথে মোবাইলের সফটাওয়ার ইন্সটল করার কথা বলে কাসেম রেদুয়ানকে আঃ মান্নানের পুকুর পাড়ে ডেকে নিয়ে যায়।

সেখানে রেদুয়ান মাথা হেলে মোবাইল দেখার সময় কাসেম হাসুয়া বের করে রেদুয়ানের গলার পিছনে কয়েকটা কোপ মারে। তারপরে জীবিত থাকায় আবার হাসুয়া দিয়ে কুপিয়ে রেদুয়ানের মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে আসে কাসেম।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। এরপর সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পর রেদুয়ান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে পুলিশ।

নিহত রেদুয়ান পাতাঞ্জ গ্রামের মোঃ মেরাজুলের পুত্র এবং গ্রেফতারকৃত আবুল কাসেম একই গ্রামের আব্দুল কাদেরের পুত্র। হত্যাকাণ্ডে ব্যবহার করা হাসুয়া শনিবার পুলিশ আবুল কাসেমকে নিয়ে গিয়ে উদ্ধার করেন। এই ঘটনায় রেদুয়ানের পিতা মোঃ মেরাজুল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com