September 20, 2024, 12:56 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাই করে পালাতে গিয়ে র‍্যাব-১৪ ময়মনসিংহের হাতে আটক ২ ছিনতাইকারী।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: অদ্য ০২ এপ্রিল ২০২৪ ইং তারিখে র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি টহল টিম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাসের দক্ষিণ পশ্চিম দিকে বিসমিল্লাহ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর টহল ডিউটি চলাকালে তল্লাশী চৌকি স্থাপন করা হয়। তল্লাশিকালে অনুমান দুপুর ০১.০০ ঘটিকার সময় তল্লাশি চৌকির সামনে ০২ (দুই) জন লোক আসিলে তাদের গতিবিধি সন্দেহ হলে তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুইজন লোক এলোমেলো কথা বলতে থাকে এবং একপর্যায়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে দুই ছিনতাইকারী ১। বনি মনিক (৩০), পিতা -মৃত প্রসন্ন বণিক সাং- গোয়াইলকান্দি ২। মো: রুমান মিয়া (২৫), পিতা – মৃত লাল মিয়া,সাং- টান কাতলাসেন, উভয়থানা-কোতোয়ালী, জেলা -ময়মনসিংহ ‘দেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে (ক) একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের রিং, আনুমানিক বাজার মূল্য ৩৬,৮৬০/- টাকা, এবং (খ) ফোল্ডিং চাকু, উদ্ধারকরত জব্দ করা হয়।

ধৃত আসামীদ্বয়কে স্বর্ণের চেইন, স্বর্ণের রিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামীদ্বয় অকপটে স্বীকার করে যে, তারা ময়মনসিংহ শহরে মার্কেটের ভিড়ের মধ্যে হতে অজ্ঞাতনামা এক মহিলার কাছ থেকে সু-কৌশলে এই স্বর্ণ চুরি করেছে। চোরাইকৃত স্বর্ণ তারা বিক্রি করার জন্য স্বর্ণের দোকানের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায়। তারা আরো জানায় তাদের কাছ থেকে উদ্ধারকৃত চাকুটি তারা চুরি করার কাজে ব্যবহার করে। ধৃত আসামীদ্বয় পেশাদার চোর দলের সক্রিয় সদস্য। তারা বাসাবাড়ি, দোকানঘরে লোকজন না থাকলে সেই সুযোগে টাকা পয়সা, স্বর্ণ অলংকার ও মূল্যবান জিনিসপত্র সু-কৌশলে চুরি করে নিয়ে যায়।

ধৃত আসামিদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com