September 20, 2024, 12:51 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

ঘোড়াঘাটে অবাধে বিক্রি হচ্ছে ফিটকিরি মেশানো ভেজাল মধু।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে খাঁটি বলে অবাধে বিক্রি হচ্ছে ফিটকিরি মেশানো ভেজাল মধু। দীর্ঘ প্রায় ১৭ বছর থেকে চিনি ও ফিটকিরি সাথে পানি মিশিয়ে ভেজাল মধু তৈরি করে খাঁটি মধুর কথা বলে অবাধে বিক্রি করে আসছে কিছু অসাধু মধু বিক্রেতা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের সাউদগাড়ী এলাকার হবিবর রহমান মধু (৪৫) ও একই গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), মোফাজ্জলের পুত্র বারেক (৫০), বারেকের পুত্র শাকিল (২৮), ৩নং সিংড়া ইউনিয়নে নূরপুর গ্রামের সাউদগাড়ী পাড়ার আব্দুল আজিজের পুত্র আব্দুল কুদ্দুস (৪২) দীর্ঘদিন ধরে এ ভেজাল মধু বিক্রি করে আসছেন। এদের মধ্যে হবিবর রহমান নকল মধু তৈরি ও বিক্রির মূল হোতা বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় ১৭ বছর এ ৫ জন নকল মধু তৈরি করে বাইসাইকেল ও মোটরসাইকেল করে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এ ভেজাল মধু বিক্রি করে আসছেন। মূলত এ ব্যবসা করে তারা পাকা বাড়ি, গাড়ী, জমা-জমি সহ অনেক অর্থের মালিক বনে গিয়েছেন।
এ ভেজাল মধু তৈরির বিষয়ে অসাধু মধু বিক্রেতা আব্দুল কুদ্দুস ও আব্দুর রাজ্জাক ওরফে মাস্তান মধু স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরেই এ ব্যবসা করে আসছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ তৌহিদুল আনোয়ার বলেন, চিনি ও ফিটকিরি মিশ্রিত এ ভেজাল মধু খেলে বিষক্রিয়া সহ এসিড ও মারাত্মক ভাবে কিডনির ক্ষতির আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলে ভেজাল মধু বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল জানান, ভেজাল মধু বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য নিয়ে অতিসত্বর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(মোহাম্মদ সুলতান কবির)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com