September 19, 2024, 1:58 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

বগুড়ায় “রেড চিলি” রেস্টুরেন্ট থেকে নাশকতার ০৪ জামায়াত নেতা আটক।

বগুড়া প্রতিনিধি: গতকাল ১৭ মার্চ ২০২৪ ইং তারিখে নাশকতা মামলায় বগুড়া শহরের “রেড চিলি” রেস্টুরেন্টে থেকে ৪ জন জামায়াত নেতা কে গ্রেফতার করেছে বগুড়া সদর পুলিশ।

গ্রেফতারকৃত আসামিগণ হল, ১। মোঃ আঃ বাছেদ (৫৬), পিতা-মৃত বাহার উদ্দিন, মাতা-মৃত তাহেরা খাতুন, সাং-মহিষবাথান, ইউপি-শেখেরকোলা, থানা ও জেলা-বগুড়া, (সাবেক আমির, জামায়াতে ইসলামী বাংলাদেশ বগুড়া সদর উপজেলা শাখা) ইতিপূর্বে তার বিরুদ্ধে ১১টি নাশকতা মামলা এবং ০১ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।

২। মোঃ আব্দুল্লাহহেল বাকী (৫৫), পিতা-মৃত জিল্লুর রহমান, মাতা-মৃত গফুরুন নেছা, সাং-পশ্চিম কান্তনগর, ইউপি-কালেরপাড়া, থানা-ধুনট, জেলা-বগুড়া, (অর্থ সম্পাদক, জামায়াতে ইসলামী বাংলাদেশ বগুড়া পূর্ব জেলা শাখা) ইতিপূর্বে তার বিরুদ্ধে ০১টি নাশকতা মামলা আছে।

৩।মোঃ হুমায়ুন আহম্মেদ (৩৫), পিতা-মোঃ ওয়াহেদ আলী, মাতা-মৃত হালিমা বেগম, সাং-ডেমাজানী, ইউপি-আমরুল, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, (জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সক্রিয় সদস্য) ইতিপূর্বে তার বিরুদ্ধে ০১টি নাশকতা মামলা আছে।

৪। জাকারিয়া আকন্দ (৩০), পিতা-মোঃ আমজাদ হোসেন, মাতা-গোলেজা, সাং-মানিকদীপা বিন্নাচাপড়, ইউপি-আড়িয়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া (জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সক্রিয় সদস্য)।

বগুড়া জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গত ১৭ মার্চ বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানাধীন “রেড চিলি” রেস্টুরেন্টে বগুড়া সদর ও শাজাহানপুর থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত সদ্ধিগ্ধ আসামীগণ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে বগুড়া সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সময় অনুমান বিকাল ৩.৩০ ঘটিকার উল্লেখিত রেস্টুরেন্ট হতে উপরোক্ত আসামীদের আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com