September 19, 2024, 2:07 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতি করার প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে সদর ইউনিয়নের গজারিয়া পিভিসি ইট ভাটার পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এরা দীর্ঘ দিন ধরে সংঘবদ্ধভাবে উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। এদের বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার কৃতরা হলো- উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা ভাগলগাছি গ্রামের মোঃ মাজেদ আকন্দর ছেলে মোঃ সুজন মিয়া ওরফে সোহেল (৩১), গয়হাট্রা পারকুল গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ আবু বক্কার সিদ্দিক (২০), মোঃ শুকুর আলীর ছেলে মোঃ মনিরুজ্জামান (২৫), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামের মোঃ সোবাহান মন্ডলের ছেলে মোঃ জুবায়ের হোসেন পারভেজ (৩০) ও সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ হাসিরুল ইসলাম হাসু (২৯) ।

এ ব্যাপারে শনিবার বেলা আড়াইটায় প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার বিভিন্ন সড়ক পথে ও গ্রামগঞ্জে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাত ৩ টার সময় সদর ইউনিয়নের গজারিয়া পিভিসি ইট ভাটার পাশে ১০/১২ জন ডাকাত, রাস্তায় যানবাহন ঠেকাইয়া ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র সহ প্রস্তুতি নিচ্ছে গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকা ঘেরাও করি এবং ৫ জন ডাকাত দলের সদস্যকে আটক করতে সক্ষম হই এবং বাকীরা পালিয়ে যায়। গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকী ডাকাতদের তথ্য নেওয়া হয়েছে। তাদের গ্রেফতার চেষ্টা চলছে।

ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com