September 19, 2024, 5:14 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

দিনাজপুর বিরামপুরে চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক।

দিনাজপুর বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আদিবাসীর বাড়িতে চাঁদাবাজি করার সময় দবিরুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দূর্গাপুর এলাকায় মঙ্গল শরেনের ছেলে নরেন শরেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক দবিরুল ইসলাম উপজেলা কেটরা হাট এলাকার রফিতুল্লাহ ছেলে। বিরামপুর থানা পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদিবাসী নরেন সরকার বলেন, রাত সাড়ে নয়টার দিকে একদল লোক দুইটি মোটরসাইকেল নিয়ে বাসার সামনে আসেন। হঠাৎ করে বাড়িতে ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে হাতে হ্যান্ডকাপ পরানোর চেষ্টা করে এবং ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
তাদের আচরণ সন্দেহজনক হলে জেরার মুখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা দবিরুল ইসলামকে ধাওয়া করে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

জানতে চাইলে বিরামপুর থানা পুলিশের পরিদর্শক এস আই মামুনুর রশীদ বলেন, ভুয়া ডিবি পুলিশ আটকের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে পরে জানানো হবে।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বলেন, পুলিশ গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসলে সে ভুয়া পুলিশ নাকি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে দিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

(সোহেল)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com