September 20, 2024, 1:28 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

বগুড়ায় বিদ্যুৎতের খুঁটির সঙ্গে পিটিয়ে হত্যার দায়ে ০৩ জন হত্যা মামলার আসামি গ্রেফতার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: বগুড়ায় মোবাইল চুরির অভিযোগে বিদ্যুৎতের খুঁটির বেঁধে পিটিয়ে হত্যার মামলার এজাহারনামীয় ০৩ জন আসামিকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

উক্ত ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রেজাউল শেখ (৫৫) পিতা-মৃত মহির উদ্দিন শেখ, ২। মোছাঃ শানু (৪৫) স্বামী-মোঃ রেজাউল শেখ, ৩। মোছাঃ মুন (১৯) পিতা-মোঃ রেজাউল শেখ, সর্ব সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়া।

ঘটনার বিবরণে জানা যায়, মোঃ স্বপন শেখ (২৮) পিতা-মোঃ আইজুল শেখ, সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়া থানায় এসে আসামী আসামী ১। মোঃ রেজাউল শেখ (৫৫) পিতা-মৃত মহির উদ্দিন শেখ, ২। মোঃ সনি শেখ (২৫) পিতা-মোঃ রেজাউল শেখ, ৩। মোছাঃ শানু (৪৫) স্বামী-মোঃ রেজাউল শেখ, ৪। মোছাঃ মুন (১৯) পিতা-মোঃ রেজাউল শেখ, ৫। মোছাঃ আশা (৩০) স্বামী-মোঃ উজ্জল, পিতা-মোঃ রেজাউল শেখ, সর্ব সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়াসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, ১৪ মার্চ ২০২৪ ইং তারিখে সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় ০৪নং আসামী মোছাঃ মুন এর একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এতে আসামীপক্ষ বাদীর ভাই মোঃ সোহান শেখ ওরফে সোয়াল (২৫) কে মোবাইল চোর হিসেবে সন্দেহ করে এবং ১৪ মার্চ ২০২৪ ইং তারিখে সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আসামীগনের বাড়ীর সামনে ইট পাড়া রাস্তায় ভিকটিম সোহান শেখ ওরফে সোয়ালকে পেয়ে ০১নং আসামী রেজাউল এর হুকুমে উপরোক্ত সকল আসামীগনসহ অজ্ঞাতনাম আসামীগণ বাদীর ভাইয়ের পথ রোধ করে ঘিরে ধরে এবং বাদীর ভাইকে তাদের বাড়ীর সামনে থাকা বিদ্যুৎ এর পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে লাঠি, লোহার রড, কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর ও সাধারণ জখম করে। বাদীর মা মোছাঃ তসলিমা বেগম (৪২) আগাইয়া গেলে আসামীগণ তাকেও মারপিট করে সাধারণ জখম করে। সাক্ষীগণসহ স্থানীয় লোকজন ভিকটিম সোহান শেখ ওরফে সোয়ালকে উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতাল, বগুড়ায় ভর্তি করলে ভিকটিম সোহান শেখ ওরফে সোয়াল চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ ২০২৪ ইং তারিখে রাত্রী ১১.১৫ ঘটিকার সময় মৃত্যু বরণ করে।

উক্ত ঘটনায় বগুড়া সদর থানার মামলা নং-৪৯ তাং-১৫ মার্চ ২০২৪ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com