September 20, 2024, 1:20 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

জুয়া খেলা অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেফতার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশ কর্তৃক গত ১৪ মার্চ ২০২৪ ইং সন্ধ্যা আনুমানিক ৬.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রাম থেকে একই গ্রামের মোহাম্মদ নুর জামাল (৩৪), নয়না বিষ্ণুপুর গ্রামের মোহাম্মদ বিয়াজুল ইসলাম (৩৬), বটতলা ইন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুল জলিল (৪০), মাষ্টারপাড়া গাবতলা এলাকার মোঃ আবুল কাশেম (৪৮) এবং ঢালুয়াবাড়ি বাড়াবাড়ি এলাকার মোঃ আনোয়ার হোসেন (৩০)’দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম গত রাতে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় জুয়া খেলার সময় কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী এলাকার মোঃ নুর ইসলাম(৬০), উলিপুর ডারারপার এলাকার মোঃ মঞ্জু মিয়া (৫২), পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার মোঃ রাজ্জাক মিয়া (৩৬), মন্ডলপাড়া এলাকার মোঃ রুস্তম আলী খোকন (৪৫) ও কবিরাজপাড়া এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান (৪৪) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com