October 18, 2024, 7:41 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের রাউজান থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সোনাতলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সোনাতলায় তুহিন বাদশা হত্যা মামলায় অভিযুক্ত আসামীরা একমাসেও গ্রেফতার হয়নি সান্তাহারে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার। গোবিন্দগঞ্জে অটো রিক্সার ব্যাটারী চুরির অ়ভিযোগে একজন আটক গোবিন্দগঞ্জে হ্যাকারকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় গোবিন্দগঞ্জে জোরপূর্বক পুকুরের মাছ ধরে বিক্রি, সাত লক্ষ টাকার ক্ষতি। আগামী রবিবার বগুড়া শহরে যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে বগুড়া সারিয়াকান্দি হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি ও কর্মীসহ ৩ জন গ্রেফতার।

বরিশালের ডাকাত সর্দার ঢাকা থেকে গ্রেফতার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র‌্যাব-১, সদর কোম্পানী কর্তৃক অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার খিলক্ষেত থানাধীন এলাকা হতে বরিশাল জেলার বিমানবন্দর থানার ‘ক্লুলেস ডাকাতি’ মামলার ডাকাত সর্দার মোঃ রিংকু মিয়া (৩৩) গ্রেফতার।

মামলার বিবরণে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২৩ ইং তারিখে ভোর ০৩.০০ ঘটিকায় বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন প্রতাপপুর এলাকায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিঃ এর গোডাউনে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ভয় দেখিয়ে নিরাপত্তা রক্ষিদের পিঠ মোরা করে হাত পা ও চোখ বেধে গোডাউনের তালা ভেঙ্গে প্রায় পনের লক্ষ চল্লিশ হাজার ছয়শত শলাকা সিগারেট লুণ্ঠন করে নিয়ে যায়।

উল্লেখিত ঘটনায় কোম্পানীর উক্ত ওয়ার হাউজের ইনচার্জ মোঃ শফিকুল কাদের (৩৩) বাদী হয়ে বরিশাল জেলার বিমানবন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। থানার দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে গ্রেফতারকৃত আসামী মোঃ রিংকু মিয়া, পিতা- লুৎফর, সাং-পদ্নী ভঙ্গা, থানা-মুলাদী, জেলা-বরিশাল এর উক্ত ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং আসামী গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-৮ এ একটি আধিযাচন পত্র প্রেরণ করেন। এমতাবস্থায়, সদর কোম্পানী, র‌্যাব-৮ বরিশাল ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-১, সদর কোম্পানীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর আসামী উক্ত ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সরদার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com