September 19, 2024, 2:12 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ২৭ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার ১।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: গত ১১ই মার্চ ২০২৪ ইং রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর দফাদারপাড়া হতে বিকাল ০৪:৪০ টায় একজন মাদক কারবারিকে ২৭ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মো: সাজদার আলী (৩৫)। মো: সাজদার আলী রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর দফাদারপাড়ার মো: সামসুল হকের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গত ১১ই মার্চ ২০২৪ ইং বিকাল ০৩:৫০ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ট্রাফিক মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর দফাদারপাড়াস্থ অভিযুক্ত মো: সাজদার আলীর বাড়ির উত্তর পার্শ্বের বাঁশঝাড়ের নিকট একজন মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী জনাব মুহা: রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গতকাল ১১ই মার্চ ২০২৪ ইং বিকাল ০৪:২০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪:৪০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: সাজদার আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি সাদা স্বচ্চ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ২৭ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোসা: নাজমা খাতুন (২৮), স্বামী: মো: সাজদার আলী, সাং-মোক্তারপুর দফাদারপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com