September 19, 2024, 1:49 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

১৩৭০ (তেরশত সত্তর) লিটার চোলাইমদ (মাদক) সহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: রাজশাহী জেলার গোদাগাড়ীতে ১৩৭০ (তেরশত সত্তর) লিটার চোলাইমদ (মাদক) সহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল।

১০ মার্চ ২০২৪ ইং তারিখে রাত্রী ১১.০৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চান্দলাই গ্রামস্থ সুমন হাসদা (২৪), পিতা- ভিরকুরাম এর বসতবাড়ীর ভিতর উঠানে হইতে ১৩৭০ (তেরশত সত্তর) লিটার চোলাইমদ (মাদক) সহ আসামী ০১। সুমন হাসদা (২৪), পিতা- ভিরকুরাম, সাং- চান্দলাই, ০২। মোঃ আঃ করিম (৫০), পিতা-মুতঃ আইজ উদ্দিন, সাং- নশিদানপুর, ০৩। মোঃ আনোয়ারুল ইসলাম (৪৬), পিতা- মুত; ছইয়ব আলী, সাং-মোহনপুর দড়গাপাড়া, ০৪। মোঃ কুতুবুল (৪৭),পিতা-মৃত একরামুল হক, সাং- দরগা বুছিরাপাড়া, সর্বথানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীগনকে গ্রেফতার করে।

সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগনকে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীগন তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ঘটনাস্থলে লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করিয়া গোদাগাড়ী থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করিয়া আসিতেছে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগনকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com