September 21, 2024, 12:33 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন।

র‌্যাব এর যৌথ অভিযানে বগুড়ার চাঞ্চল্যকর গোলাম রব্বানী হত্যা মামলার আসামী গ্রেফতার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১১, নরসিংদী এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর গোলাম রব্বানী হত্যা মামলার আসামী গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রিয়াদ (২৩), পিতা- মৃত মোত্তেজার রহমান, সাং- লাংলু, থানা- ধুনট, জেলা- বগুড়া।

১০ মার্চ ২০২৪ ইং তারিখ ১১.৩০ ঘটিকায় র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১১, নরসিংদী এর যৌথ অভিযানে নরসিংদী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, বগুড়া জেলার ধুনট থানাধীন লাংলু গ্রামের মোঃ ছয়ফল প্রাং (৬৪), পিতা- মৃত শরিফুল্যাহ এই মর্মে বগুড়া ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে গোলাম রব্বানী আসামীদের নিকট হইতে টাকা পেত। নিহত গোলাম রব্বানী একজন মুরগীর খামারী। পাওনা টাকা চাইতে গেলে পাওনা টাকা না দিয়ে আসামীগণ ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে উপরন্ত তার কাছে থাকা টাকাগুলো হাতিয়ে নেয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নিহত তাহাদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন, যার নং ১২৮সি/২০২৩। এরই জেরে গত ০৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে নিহত গাবতলী থানার বাগবাড়ী বাজার হইতে মুরগী ক্রেতাদের নিকট হতে পাওনা টাকা আদায় করে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে রাত্রি অনুমান ০৮.০০ ঘটিকায় বগুড়ার ধুনট থানার লাংলু গ্রামের মধ্যে কাচা রাস্তার উপর পৌছিলে আসামীগণ পথরোধ করে তাকে রামদা, হকিস্টিক, রড দ্বারা আঘাত করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে লাশ পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ধুনট থানায় এজাহারনামীয় ১৩ জন ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে মামলা নং-০৭ তারিখ ১০/০২/২৪ ধারা-১৪৩/৩৪১/৩০২/৩৪/১১৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। উক্ত খুনের ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১০ মার্চ ২০২৪ ইং তারিখ ২৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১১, নরসিংদী এর যৌথ অভিযানে নরসিংদী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিয়াদ (২৩), পিতা- মৃত মোত্তেজার রহমান, সাং- লাংলু, থানা- ধুনট, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার ধুনট থানায় সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com