October 23, 2024, 5:29 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক।

আদিবাসী পল্লীতে হামলা এবং লুটপাটের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

বগুড়া শেরপুর প্রতিনিধি: শেরপুরের ভবানীপুর ইউনিয়নের গোরতায় আদিবাসী পল্লীতে হামলা এবং বাড়িঘর লুটপাটের প্রতিবাদে আদিবাসী ক্ষেতমজুর ও ভূমিরক্ষা সংগ্রাম কমিটি, শেরপুর উপজেলা কমিটি আয়োজিত মানববন্ধন ও অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদিবাসী নেতা সন্তোষ সিং এর সভাপতিত্বে এবং আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতোর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভপতি রেবেকা সরেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলাকরীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং পাহাড় ও সমতলে অব্যাহত আদিবাসীদের উপর নির্যাতন, নিপীড়ন, হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মানববন্ধন শেষে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com