September 16, 2024, 8:25 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনেই উড়ে গেল ইংল্যান্ড, অশ্বিনের ৯ উইকেট শিকার, সিরিজ জিতলো ভারত।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: ইংল্যান্ডের ‘বাজ়বল’ উড়ে গেল তিন দিনেই! শততম টেস্টে ৯ উইকেট অশ্বিনের, ৪-১ সিরিজ় জয় ভারতের।

পঞ্চম টেস্টেও হেরে গেল ইংল্যান্ড। গোটা দিনও ব্যাট করতে পারল না তারা। রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে ধর্মশালায় ইনিংসে হারল ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ় জিতল ভারত। সূত্র আনন্দবাজার।

তিন দিনে শেষ ধর্মশালা টেস্ট। সকালে ইংল্যান্ড ব্যাট করতে নামতেই যদিও মনে হয়েছিল এমনটা হতে পারে। সিরিজ়ের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড বুঝিয়ে দিল ফলাফল যাই হোক তারা আগ্রাসী ক্রিকেটই খেলবে। আর তাতেই ভারতের মাটিতে আটকে গেল বাজ়বলের অশ্বমেধের ঘোড়া। ইংল্যান্ডের কোচ হওয়ার পর এই প্রথম টেস্ট সিরিজ় হারলেন ব্রেন্ডন ম্যাকালাম। ইনিংস এবং ৬৪ রানে ধর্মশালায় জিতল ভারত।

এই সিরিজ়ে প্রথম ম্যাচ ছাড়া একটি ম্যাচও জিততে পারেনি ইংল্যান্ড। যত ম্যাচ এগিয়েছে, তত বোঝা গিয়েছে ভারতের মাটিতে আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়েই ভুগছে ইংল্যান্ড। তবে বেন স্টোকসদের খেলায় কোনও পরিবর্তন দেখা যায়নি। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবেরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলতে গেলে ভাল ব্যাটারদেরও ভুগতে হয়। শ্রেষ্ঠ উদাহরণ জো রুট। তিনি এই সিরিজ়ের তৃতীয় ম্যাচে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছিলেন। আবার চতুর্থ ম্যাচে ক্রিজ়ে থেকে মন্থর ইনিংস খেলে শতরানও পেয়েছিলেন। তাতে যদিও ভারতের জয় আটকাতে পারেননি। কারণ এক জন ব্যাটার দিয়ে ভারতের মাটিতে সিরিজ় জেতা কঠিন।

ধর্মশালায় প্রথম ইনিংসে ইংল্যান্ড ২১৮ রান করে। সেই ইনিংসে জ্যাক ক্রলির করা ৭৯ রান ছাড়া কেউই সে ভাবে ক্রিজ়ে দাঁড়াতে পারেননি। ৫৭.৪ ওভারে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। সেই ইনিংসে কুলদীপ নেন ৫ উইকেট। অশ্বিন নেন চারটি। পাঁচটি ম্যাচ খেলে ফেলার পরেও ভারতীয় স্পিনারদের বুঝে উঠতে পারলেন না ইংরেজ ব্যাটারেরা।

যে পিচে ইংল্যান্ড একটা গোটা দিন ব্যাট করতে পারে না, সেই পিচে ভারত ৪৭৭ রান তুলে দিল। অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল শতরান করেন। তাঁদের ১৭১ রানের জুটি ভারতকে অনেকটা এগিয়ে দেয়। বাকি কাজটা সহজ হয়ে যায় তরুণ ব্যাটার সরফরাজ় খান এবং অভিষেক ম্যাচ খেলতে নামা দেবদত্ত পাড়িক্কলের জন্য। তাঁরা ৯৭ রানের জুটি গড়েন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com