September 16, 2024, 8:29 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মেসির নাম নিয়ে গাজায় হামাসের অপহরণের সাত থেকে বাঁচলেন এক নারী।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি সংঘাতের সময় গাজার কিবুতজ নির ওজ এলাকায় হামাসের হাতে বন্দী হয়েছিল একটি পরিবার। সেই পরিবারে ছিলেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধাও। তবে বৃদ্ধ এই নারীই অপহরণ থেকে রক্ষা পেয়েছেন লিওনেল মেসির নাম নিয়ে।

ঘটনা গত বছরের ৭ অক্টোবরের। সেই নারীর নাম এস্তার কুনিও। কুনিও এবং তাঁর পরিবারের সদস্যদের ইসরায়েলি ভেবে বন্দী করে নিয়ে যেতে চেয়েছিল হামাসের সদস্যরা। তবে ৯০ বছর বয়সী বৃদ্ধা কুনিও মেসির নাম নিয়ে নিজে বেঁচে ফিরেছেন।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে কুনিও বলেন, ‘আমি তাকে বলেছিলাম যে আমার দেশ আর্জেন্টিনা, স্প্যানিশে কথা বলতে পারি। আমি তাদের আরবী ভাষা বুঝতে পারিনি। আর হিব্রু ভাষাও খুব একটা পারি না। আমি আর্জেন্টাইন স্প্যানিশে কথা বলি, তখন সে জিজ্ঞেস করে আর্জেন্টিনা কি।’

এই প্রশ্নের উত্তরে হামাসের অস্ত্রধারী যোদ্ধাকে কুনিও বলেন, তুমি কি ফুটবল খেলা দেখো? সে বলল, সে ফুটবল পছন্দ করে। এরপর আমি তাকে বললাম, আমি মেসির দেশের মানুষ। তখন সে অবাক হয়ে যায় এবং আমাকে বলে, সে মেসিকে ভালোবাসে। এরপর সে তার হাত আমার কাঁধে রাখে, আমাকে তার বন্দুক দেয়। এরপর শান্তির সাইন (ভি) দেখিয়ে আমার সঙ্গে ছবি তোলে।’

এদিকে কুনিও নিজে রক্ষা পেলেও তাঁর নাতি-নাতনিদের বন্দী করে নিয়ে গিয়েছে হামাস। এদিকে মেসির প্রতি এক আর্জি জানিয়েছেন কুনিও। তিনি বলেন, ‘যদি তিনি (মেসি) জানেন যে, আমি তাঁর নাম বলে রক্ষা পেয়েছি, এখন আমি ওখানে (গাজায়) আটকে থাকা আমার নাতি-নাতনিদের রক্ষার জন্য একই কথা বলব। আমি তাঁকে বলব, দয়া করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। কারণ তারা আমার কাছে সোনার মতো মূল্যবান।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com