October 23, 2024, 5:35 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক।

এসএসসি পরীক্ষায় নকল করতে বাধা দিলে হল সুপার ও পরিদর্শকদের অবরোধ।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনে বাধা দেওয়ায় হল সুপার ও কক্ষ পরিদর্শকদের অবরোধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে ওই কেন্দ্রে অনৈতিক সুবিধা না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা তাদের অবরোধ করে রাখেন।

পরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হাওলাদার ও পুলিশের একটি দল ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন – হল সুপার মো. রফিকুল ইসলাম, কক্ষ পরিদর্শক মো. রুবেল মিয়া, মো. সজল মিয়া, রাকিবুল বারী, রেহানা সুলতানা ও লাবণ্য আক্তার।

কেন্দ্রের হল সুপার ও খাসহাসিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার হাজিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মেস্টা ইউনিয়নের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেন। সেখানে হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও হাজিপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ভ্যানু কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল। সেখানে কিছু পরীক্ষার্থী অনৈতিক সুবিধা নেওয়ার সময় কক্ষ পরিদর্শকরা বাধা দেন। পরে তারা পরীক্ষা শেষ হলে ক্ষিপ্ত হয়ে কক্ষ পরিদর্শকদের ওপর হামলা চালিয়ে অবরোধ করে রাখে।

তিনি আরও জানান, তিনি এসব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের এই কাজে বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাকেও অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হাওলাদার ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, হল সুপার ও কক্ষ পরিদর্শকদের অবরোধের কথা শুনে ওখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই কেন্দ্রে সুষ্ঠভাবে পরীক্ষা ও নিরাপত্তার জন্য পরীক্ষা চলাকালীন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার জন্য দাবি জানিয়ে কেন্দ্রের হল সুপার মো. রফিকুল ইসলাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com