September 19, 2024, 1:52 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ গণনার সময় আওয়ামী লীগের দুই পক্ষের মারামারি।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনের ভোট শান্তিপূর্ণ হলেও গণনার সময় মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ভোট গণনা বন্ধ রয়েছে।

আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র বলছে, আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক। অপরদিকে একই পদে লড়ছেন যুবলীগ সভাপতির শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথী।

ভোট গণনা শুরুর আগেই এই দুই প্রার্থীর সমর্থকদের ভিতর এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর ব্যালট বাক্স হারিয়ে যায়। পরে পুলিশ এসে ব্যালট বাক্স উদ্ধার করে। এখন দুপক্ষ শান্ত থাকলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে দুদিনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৭ মার্চ) শেষ হয়।

নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্টে দুই শতাধিক পুলিশ মোতায়েন
এর আগে বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। দুই দিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচনে মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এ নির্বাচন হয়ে থাকে। ১৪টি পদের বিপরীতে এবার নির্বাচনে ৩৩ জন প্রার্থী হয়েছেন।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভাপতি পদে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে লড়ছেন।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন আবু সাঈদ সাগর, সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক। এর বাইরেও নাহিদা সুলতানা যুথী সম্পাদক পদে লড়ছেন।

এ ছাড়া প্রবীণ আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমানও লড়ছেন সভাপতি পদে। এবারের নির্বাচনে মোট ভোটার সাত হাজার ৮৮৩ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com